#যুক্তরাজ্য

নেতৃত্ব দিন নতুবা সরে যান : টোবিয়াস এলউড।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সিনিয়র সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টোবিয়াস এলউড বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনকে হয় নেতৃত্ব দিতে হবে, আর নয়তো সরে যেতে হবে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির সাবেক এ প্রতিরক্ষামন্ত্রী।

টোবিয়াস এলউড বলেন, আমাদের নেতৃত্বের প্রয়োজন। স্থানীয় শতাধিক ক্ষুব্ধ মানুষ এমপিদের সঙ্গে যোগাযোগ করে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন।

নর্থ ওয়েস্ট লিসেস্টারশায়ারের কনজারভেটিভ এমপি অ্যান্ড্রু ব্রিজেন বলেছেন, প্রধানমন্ত্রী (বরিস জনসন) দেশের নেতৃত্ব দেয়ার নৈতিক কর্তৃত্ব হারিয়েছেন। তা জানতে মিসেস গ্রের তদন্তের জন্য অপেক্ষা করার দরকার নেই।

এদিকে, বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তা স্যু গ্রেকে ঢালাওভাবে কোনো মন্তব্য করতে না করেছে ব্রিটেন সরকার।

বিবিসি জানায়, গত বছর ব্রিটিশ ডিউক অব এডিনবরা ও রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগে কভিড বিধি নিষেধের মধ্যে দুটি অনুষ্ঠান করেন বরিস জনসন। এমন খবর প্রকাশের পর গত কয়েকদিনে তীব্র তোপের মুখে পড়েন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খোদ নিজ দলের এমপিরাও তার পদত্যাগ চেয়েছেন। তারমধ্যেই টোবিয়াস এলউড এ মন্তব্য করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *