#যুক্তরাজ্য

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিতে পৃথিবী।

তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখছেন ব্রিটিশ সামরিক কর্মকর্তা। বর্তমান সময়ে কভিড-১৯ পরিস্থিতির করণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও অস্থিরতায় বিশ্বে নতুন আরেকটি বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিক কার্টার। ব্রিটেনের বিভিন্ন যুদ্ধে নিহত সদস্যদের স্মৃতির প্রতি সম্মানে আয়োজিত স্মরণসভায় এমন আশঙ্কা ব্যক্ত করেন তিনি।

২০১৮ সালে দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান মনোনীত হয়েছিলেন এই ব্রিটিশ সামরিক কর্মকর্তা। তিনি এমন এক সময় এ মন্তব্য করলেন যখন সারাবিশ্বের অর্থনীতিই মহামারিতে টালমাটাল। মূলত, এই পরিস্থিতির ওপর নজর রেখেই তিনি এমন বার্তা দিলেন বিশ্ববাসীর কাছে। কার্টার বলেন, আমি মনে করি বিশ্ব খুব অনিশ্চয়তা এবং উদ্বেগপূর্ণ জায়গায় রয়েছে। বিশ্বের গতিময় প্রতিযোগিতার মধ্যেই আমদের বসবাস করতে হচ্ছে।

এর মধ্যে আমাদের আঞ্চলিক সংঘাত বাধার প্রকৃত ঝুঁকিগুলো বিদ্যমান রয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন কথা জানান তিনি। সহসাই এমন আশঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলছি ঝুঁকি রয়েছে এবং এসব নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। তিনি এ সময় পূর্ববর্তী বিশ্বযুদ্ধগুলোর কথা উল্লেখ করে, সে সময়ের ভুল হিসাব নিকাশ আমাদের যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল বলে উল্লেখ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *