ডার্বিশায়ারে একই ঘরে ৪ জনের মরদেহ উদ্ধার।
ইংল্যান্ডের ডার্বিশায়ার কাউন্টির কিলমার্শ এলাকার একটি ঘর থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে সাতটার দিকে পুলিশ ওই বাড়িতে গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় পুলিশ ঘটনাকে হত্যাকাণ্ড বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং এর সঙ্গে কারো সংশ্লিষ্টতা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।
নিহতদের মধ্যে দুইটি শিশু, তাদের এক বন্ধু এবং একজন মহিলা রয়েছেন।
পুলিশ এ বিষয়ে আর কোন তথ্য প্রকাশ করেনি। এ বিষয়ে কারো কোন তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
মর্মান্তিক এই ঘটনার পর শেফিল্ডের আউটউড একাডেমি সিটি স্কুল নিশ্চিত করেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে বন্ধ রেখেছে। হত্যাকান্ডের সাথে তাদের প্রতিষ্ঠানের ছাত্রদের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করা হচ্ছে।





