ডনকাস্টারে ছুরিকাঘাতে দুই ব্যক্তি খুন।
ইংল্যান্ডের ডনকাস্টারে তর্কের জের ধরে দুই ব্যক্তি ছুরিকাঘাত খুন হয়েছে। হত্যাকাণ্ড নিয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ পুলিশ। রোববার রাত ২ টা ৪০ মিনিটে ডনকাস্টার টাউন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পরে দ্রুত প্যারামেডিকসরা সেখানে পৌছালে অনেক চেষ্টা করেও তিনজনের আক্রান্তের দুইজনকে বাচাতে পারেন নি। মৃত দুজনের ২১ বছর বয়সী একজন ঘটনাস্থলেই মারা যান, অন্য আরেকজন ১৮ বছর বয়সী যুবক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যজন কিছুটা কম আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি আছেন।
সাউথ ইয়োর্কশায়ার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেলে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থলের সিলভার স্ট্রিট জাংকশন, হাই স্ট্রিট, হল গেট এবং ক্লিভল্যান্ড স্ট্রিট তদন্তের জন্য বন্ধ করে রেখেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। এজন্য স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে এসব এলাকা পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডনকাস্টার ডিস্ট্রিক্ট কমান্ডার এবং অস্থায়ী চিফ সুপারেনটেনডেন্ট ইয়ান প্রোফিট বলেন, “আমরা ইতিমধ্যেই ডনকাস্টার টাউন সেন্টারে পুলিশি উপস্থিতি বাড়িয়েছি, পাশাপাশি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। পুলিশ অফিসারেরা সেখানে অবস্থান করছেন, তদন্তের স্বার্থে পুলিশ টহল বাড়ানো হতে পারে। এ ধরনের ঘটনা স্থানীয় লোকজনের মধ্যে উদ্বেগ ছড়ায়, তাই স্থানীয় মানুষের কোনো তথ্য কিংবা নিরাপত্তাগত কোনো সমস্যা দেখা দিলে আমাদের পুলিশ ফোর্সকে জানাতে পারে।”
ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মার্ক উঘটন বলেন, “গতকাল সকালে কোনো প্রত্যক্ষদর্শী কিংবা কারও কাছে এ সংক্রান্ত যেকোনো তথ্য জানা থাকলে আমাদেরকে জানানোর অনুরোধ করছি। ঘটনাস্থল কিংবা আশেপাশের কোনো সিসিটিভি ফুটেজ, মোবাইলে ভিডিও, স্থির চিত্র থাকলে সেগুলো আমাদেরকে সরবরাহ করার আহবান জানাচ্ছি।





