#যুক্তরাজ্য

ঝড় ‘অ্যামি’-এর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য।

ঝড় ‘অ্যামি’-এর প্রভাবে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিপাত ও তীব্র গতির ঝোড়ো হাওয়ার কারণে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডসহ দেশজুড়ে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া কিছু এলাকায় ঘণ্টায় ১০০ মাইলেরও বেশি বেগে বয়ে যায়। এতে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে সড়ক ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকি এড়াতে অনেক রেললাইন ও প্রধান সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

উপকূলীয় এলাকাগুলোতেও ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তীব্র ঝোড়ো বাতাস ও উচ্চ জোয়ারের কারণে কিছু ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়।

সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে আয়ারল্যান্ডে, যেখানে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ঘটনাটিকে “আবহাওয়া-সম্পর্কিত দুর্ঘটনা” বলে জানিয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঝড়ের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জরুরি সেবা সংস্থাগুলো টানা কাজ করে যাচ্ছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর আহ্বান জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *