#যুক্তরাজ্য

জ্বালানি সরবরাহে ব্রিটিশ সেনাদের কাজে লাগবে সরকার।

টানা কয়েক দিন ধরে জ্বালানি সংকটে থাকা পাম্পগুলোতে সরবরাহ নিশ্চিত করতে ট্যাংকার নিয়ে রাস্তায় নামবে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা। তারা পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি করালেও অনেক এলাকায় এখনো তেল বিপণন বন্ধ আছে।

প্রায় এক সপ্তাহ ধরে ব্রিটেনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে পাম্পগুলোতে জ্বালানি পাওয়া যাচ্ছে না। তেল কোম্পানিগুলো ট্যাংকার চালকের সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি পাঠাতে পারবে না সতর্কতার পর আতঙ্কিত মানুষেরা পাম্পগুলেঅতে ভিড় জমায়।

ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী কওয়াসি কোয়ার্টেং জানান, ১৫০ সেনাকে এই কাজে লাগানো হচ্ছে। কয়েক দিনের মধ্যে তারা ট্যাংকার চালাবে। তিনি বলেন, গত কয়েক দিন ছিল কঠিন। আমরা দীর্ঘ লাইন দেখেছি। কিন্তু আমার মনে হয় পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। আমরা কিছু জায়গায় জ্বালানি পাঠাতে পারছি। আমি মনে করি এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারব।

জনসন বলেছেন, আমরা সরবরাহ স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। তিনি মানুষকে আতঙ্কে জ্বালানি না কেনার আহ্বান জানিয়েছেন।

প্রায় এক লাখ চালক সংকটের কারণে ব্রিটেনের সরবরাহ চেইনে সংকট দেখা দিয়েছে। সুপারস্টোর গুলোর তাক খালি হয়ে আছে। ধারণা করা হচ্ছে, বড় দিনের পণ্যের দাম বাড়বে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *