#যুক্তরাজ্য

জাইনাবকে ফিরে পাবার আকুতি তার বাবা মায়ের।

গ্রেটার লন্ডনের সারে কাউন্টি থেকে সোমবার বিকেল ৫টার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না জাইনাব ওসামা খানকে। ১৫ বছরের এই কিশোরী গতকাল বিকেল থেকে নিখোঁজ। অত্যন্ত শান্ত স্বভাবের এই মেয়ে ঘর থেকে কখনো বের হয়না বাবা মাকে না বলে, অথচ সেই আজ দুদিন ধরে নিরুদ্দেশ। তার পরিবারের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় স্থানীয় পুলিশ স্টেশনে একটি সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কোন খবর দিতে পারেনি।

জাইনাবের বাবা অধ্যাপক ওসামা খান, সারে বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত আছেন এবং তার মা আমিনা তাবাস্সুম এনএইসএস এম্বুলেন্সের হেড অফ ডাটা এস্যুরেন্স এর দায়িত্বে আছেন।

অধ্যাপক খান বলেন, ‘গতকাল অফিস থেকে বাসায় ফিরে জাইনাবকে দেখতে পাইনি। স্কুল হলিডে চলছে ভাবলাম আশে পাশে কোন বন্ধুর বাসায় হয়তো গিয়েছে। সাধারণত বাসার বাইরে কোথাও গেলে ও জানায়। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় একটু চিন্তিত হয়ে পড়ি। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই। ওর মাকে ফোন করে জানতে চাইলে, সেও কিছু জানে না বলে জানায়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলেও যখন ও ফিরলো না, তখন বেশ চিন্তিত হয়ে পড়ি এবং পরিচিত আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিতে শুরু করি। এক পর্যায়ে কোনদিক থেকে কোন সাড়া না পেয়ে বাধ্য হয়েই পুলিশের শরণাপন্ন হই।’

এখন পর্যন্ত জাইনাবের কোন খবর পাওয়া যায়নি। ওর বাবা মা খুব ভেঙে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল প্রকার চেষ্টা অব্যাহত আছে। পরিবার থেকে বিনীত অনুরোধ করা হয়েছে, যদি কেউ কোন সন্ধান তবে যাতে অতি শিগ্রী সারে পুলিশের সাথে যোগাযোগ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *