#যুক্তরাজ্য

কেনসিংটন প্যালেসে হবে ডায়ানার ভাস্কর্য।

ব্রিটিশ রাজপ্রাসাদের বাগানে প্রিন্সেস ডায়ানার ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এটি ২৩ জন ভাস্কর মিলে তৈরী করছেন। সুত্র গার্ডিয়ান ও বিবিসির।

ভাস্কর্যটি উন্মোচিত হবে আগামী বছরের ১ জুলাই প্রিন্সেস ডায়ানার ৬০ তম জন্মদিনে। লন্ডনের কেনসিংটন প্রাসাদের বাগানে নির্মাণ হচ্ছে এই স্মৃতি কর্মটি। ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ওই ভাস্কর্যটি অনুমোদন করেছেন।

প্রধান ভাস্কর ডেভিড গ্রাফ বলেন, এ কাজটি চলছে দীর্ঘসময় ধরে। সামনে ডায়ানার মৃত্যুবার্ষিকী। এর আগেই ভাস্কর্যটির ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়া হলো। এটি হবে বিশ্বের অন্যতম দর্শনীয় একটি বস্তু। আগামী বছর প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্ম দিবসের পর ভাস্কর্যটি জনসাধারণের জন্যে উন্মুক্ত করে দেয়া হবে।

উল্লেখ্য, প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। ডায়ানার মৃত্যুর ২০ বছর পর ২০১৭ সালে তার একটি ভাস্কর্য তৈরির উদ্যোগ নেওয়া হয়। ডায়ানার ‘ইতিবাচক প্রভাবকে’ স্বীকৃতি দিতেই তার ওই স্থায়ী মূর্তি তৈরিতে সায় দেন দুই ছেলে উইলিয়াম ও হ্যারি। আজ ৩১শে আগষ্ট সোমবার প্রিন্সেস ডায়নার ২৩তম মৃত্যুবার্ষিকী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *