#যুক্তরাজ্য

কাউন্সিল ট্যাক্স গ্রান্ট থেকে বঞ্চিত হবে অনেক পরিবার।

নিম্ন আয়ের পরিবারগুলিকে আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে যুক্তরাজ্য সরকার গত বছর থেকে কাউন্সিল ট্যাক্স গ্রান্ট দিয়ে আসছে। ইংল্যান্ডের ঘরগুলোর ব্যান্ডের উপর ভিত্তি করে ১০০ থেকে ২০০ পাউন্ড পর্যন্ত কাউন্সিল ট্যাক্স ডিসকাউন্ট অথবা গ্রান্ট প্রদান করা হচ্ছে। আগামী অক্টোবর মাসের মধ্যে এই গ্রান্ট বা ডিসকাউন্ট প্রতিটি হাউজহোল্ড পাবেন।

কিন্তু নিয়মের কারনে কাউন্সিল ট্যাক্স £১৫০ গ্রান্ট এবং £২০০ ডিসকাউন্ট থেকে বঞ্চিত হবেন হাজার হাজার পরিবার।নিয়ম হচ্ছে যে সব হাউজহোল্ড তাদের নিজের নামে কাউন্সিল ট্যাক্স দিয়ে থাকেন শুধু তাঁরাই এই সুবিধা পাবেন।

ব্রিটিশ চ্যান্চেলার ঋশি সুনাক বলেন,” যারা বছরে £৬৯৩ পাউন্ড থেকে £২০০০ পাউন্ড পর্যন্ত কাউন্সিল ট্যাক্স প্রদান করেন তারা বছরে এককালিন £২০০ ডিস্কাউন্ড বা কাঁট পাবেন। এছাড়া যাদের কাউন্সিল ট্যাক্স ক্যাটাগরি ব্যান্ড D তারা £১৫০ গ্রান্ড পাবেন,”।

তবে এই গ্রান্ড বা ডিসকাউন্ড পেতে যে সামান্য শর্ত বা নিয়ম দেওয়া হয়েছে তাতে বঞ্চিত হবেন হাজার হাজার পরিবার। যে সব নিয়ম করা হয়েছে তাতে অনেক হাউজ হোল্ড আবেদন করতে পারবেন না।এ কারনে অনেকেই গ্রান্ড বা ডিসকাউন্ট থেকে বন্চিত হবেন।

লেবার এ্যান্ড কো-অপারাটিভ এমপি ড্যাম ম্যাক হিলার এমপি বলেন,” সহজ নিয়মটি সরকার কঠোর করে ফেলছে। সরকার যদি কাউন্সিল ট্যাক্স থেকে সরাসরি £২০০ কাঁট করে দেয় অথবা £১৫০ কাঁট করে তবে প্রতিটি পরিবার £২০০ কিম্বা £১৫০ পাউন্ড বছরে কম কাউন্সিল ট্যাক্স দিবে। কিন্তু না আবেদন করতে হবে। শুধু মাত্র যারা সরাসরি নিজের নামে ট্যাক্স দিয়ে থাকেন শুধু মাত্র তাঁরাই এই সুবিধা পাবেন,”।

দি রেজুলেশন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের তথ্যমতে ৬৪০০০০ হাউজ হোল্ড এর মধ্যে শতকরা ৩০% লিভিং প্রপার্টি ব্যান্ড E তারা এই নিয়মে পরবেন না এবং শতকরা ২৫% নিজের নামে কাউন্সিল ট্যাক্স দেন না। কাজেই যেসব হাউজ হোল্ড নিজের নামে ট্যাক্স দেন না তারা এই ডিস্কাইন্ড পাবেন না।

৪.৪ মিলিয়ন হাইজ হোল্ড প্রাইভেট হাইজিং এ আছে এদের মধ্যে শতকরা ৯৫% ব্যান্ড A to D এরা আবেদনের যোগ্য হবেন না।কেননা এদের বেশীর ভাগ কাউন্সিল ট্যাক্স এজেন্সি নিয়ে থাকে। স্টুডেন্টরা যেহেতু নিজের নামে বাসা থাকেনা তাই তারা এই ডিস্কাউন্ড পাচ্ছে না।

ইংল্যান্ডে যেভাবে গ্যাস, ইলেক্ট্রিসিটি,পানির বিল এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়ছে সাথে বাড়ছে কাউন্সিল ট্যাক্স। অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে হাজার হাজার পরিবার।

তথ্যসূত্রঃ- গার্ডিয়ান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *