করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানালেন ডিউক ও ডাচেস অফ ক্যামব্রিজ।
কোভিড–১৯ মহামারীর মোকাবেলায় সম্মুখ সারিতে থেকে লড়াই করা চিকিৎসাকর্মী, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীসহ অন্যদের ধন্যবাদ দিতে ট্রেনে করে যুক্তরাজ্য ভ্রমণে বেরিয়েছেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।
গত সোমবার (৭ ডিসেম্বর) এ রাজকীয় দম্পতি এডিনবরায় পৌঁছান। তিন দিনের এই সফরে তারা ‘রয়্যাল ট্রেনে’ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে ১ হাজার ২৫০ মাইল ভ্রমণ করবেন। এই রয়্যাল ট্রেনই রানি ভিক্টোরিয়া ১৮৪২ সালে প্রথম ব্যবহার করেছিলেন।
উইলিয়াম ও কেটের ট্রেনভ্রমণ শুরু হয় গত রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে। উইলিয়াম ও কেট সেখান থেকে স্কটল্যান্ডে রওনা হন। রওনা দেয়ার আগে তারা ট্রেনের ইনফরমেশন বোর্ডে দেশের সব পরিবহনকর্মীদের ধন্যবাদ দিয়ে লেখেন– ‘কঠিন এ বছরটিতে দেশকে চলমান রাখার জন্য সব জায়গার সব পরিবহন কর্মীকে ধন্যবাদ।’
উল্লেখ্য, কোভিড–১৯ মহামারীতে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাজ্য। এখানে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।





