#যুক্তরাজ্য

ওয়ারিংটনে প্রথম বাংলাদেশি কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ।

আমিনুল হক ওয়েস : নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডের শ্বেতাঙ্গ অধ্যূষিত এলাকা ওয়ারিংটন । ওয়ারিংটন বারা কাউন্সিল’র গ্রেট সানকি (সাউথ) ওয়ার্ড থেকে মোয়াজ্জেম হোসেন এবছরে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন ।
৬ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বিজয়ী ওয়ারিংটনে তিনিই প্রথম কোন বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তি, যিনি স্থানীয় জনসাধারণের ভোটে নির্বাচিত হলেন । এ ওয়ার্ডে বাংলাদেশী বংশোদ্ভূত ভোটার বলতে তাঁর পরিবারের মাত্র চারজন । মোয়াজ্জেম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে।

দীর্ঘদিন থেকে তিনি স্থানীয় কমিউনিটিতে কাজ করছেন । তিনি একই সাথে ওয়ারিংটনের এথনিক কমিউনিটি এসোসিয়েশন’র সাধারন সম্পাদক হিসেবে থেকে কাজ করে যাচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *