#যুক্তরাজ্য

ওমিক্রন মোকাবেলায় ৮টি নাইটিঙ্গেল হাসপাতাল তৈরির প্রস্তুতি।

যুক্তরাজ্যে কভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে এখন পর্যন্ত মৃত্যু ৫৭ জন। নতুন করে ১ লাখ ৮৩ হাজার ৩৭ জন আক্রান্ত হওয়ার পর সরকার একে সুনামির সাথে তুলনা করছে। বিশেষজ্ঞরা মনে করেন ওমিক্রন মোকাবেলার জন্য সরকারকে আরো শতর্কতা অবলম্বন গ্রহন করতে হবে।

গত বুধবার পর্যন্ত ১০,৪৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন এত বেশী রোগী ভর্তি হলে হাসপাতাল গুলিতে স্খান সংকুলান সম্ভব হবে না বলে সরকার প্রেস্টন, লিডস, বারমিংহাম, আসফোর্ট, ব্রিস্টল, স্টেভেনাস, লেইস্টার এবং লন্ডন সহ ৮টি অস্থায়ী নাইটিঙ্গেল হাসপাতাল তৈরির প্রস্তুতি গ্রহন করেছে।

হাসপাতাল বেড সমস্যা সমাধানে ইতিমধ্যে ৪ হাজার নতুন বেড ও অর্ডার দেওয়া হয়েছে।

ওমিক্রন থেকে নিজেদের সুরক্ষার জন্য নতুন বছরের স্বাগত জানাতে থার্টিফাস্ট এর সব ধরনের বড় উৎসব বাতিল করা হয়েছে।

হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ বলেন,”ওমিক্রন মোকাবেলা করতে সরকার এবং এনএইচএস সব ধরনের ব্যাবস্থা গ্রহন করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *