এ লেভেলে নিম্ন গ্রেড প্রাপ্তদের আপিল ব্যয় বহন করবে সরকার
ইংল্যান্ডে প্রায় ২ লক্ষ ৮০ হাজার শিক্ষার্থীর এ লেভেল ফলাফল নিম্ন গ্রেড হওয়ায় চরম অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থী এবং অভিবাবকদের মধ্যে। অনেকে পরীক্ষার মূল্যায়ন পদ্বতি নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিভিন্ন মহল থেকে প্রকাশিত ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, যেকল শিক্ষার্থী তাদের প্রাপ্ত ফলাফলের ব্যাপারে সন্তুষ্ট নন তারা আপিল করতে পারবেন।
আজ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে , ইংল্যান্ডের যে সকল স্কুলগুলো আপিল করবে তার ব্যয়ভার সরকার বহন করবে।
আর এজন্য সরকার একটি ট্রাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছে এবং স্কুল মন্ত্রী নিক গিবসকে এই আপিল প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
এ দিকে শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামস জানিয়েছেন , সরকার আপিলের ব্যয়ভার বহন করবে যাতে স্কুলের প্রধান শিক্ষকেরা নিরুৎসাহিত না হন।





