#যুক্তরাজ্য

এবারের জিসিএসসিতে সিলেটের নিকিতার অসামান্য ফলাফল !

বাংলাদেশী বংশোদ্ভুত নিকিতা আবেদীন লন্ডনের ইলফোর্ড এলাকায় অবস্থিত ভ্যালেন্টাইন হাই স্কুল থেকে এ বছর জিসিএসই পরীক্ষায় সকল বিষয়ে এ ডাবল স্টার পেয়ে ব্রিটিশ বাংলাদেশী কমিনিটিকে গর্বিত করেছে ।
২০ আগস্ট বৃহস্পতিবার যুক্তরাজ্যে জিসিএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। নিকিতা আবেদীন এই অসাধারণ ফলাফলের জন্য স্কুলের প্রধান শিক্ষক একটি স্মারক সম্মাননা উপহার দিয়ে তাকে অভিনন্দিত করেন।

নিকিতা আবেদীন জানায়, সে ভবিষ্যতে ইংরেজি, অর্থনীতি, অংক ও এডভান্স গণিত এই চার বিষয় নিয়ে স্ট্রাটফোর্ডে লন্ডনের একাডেমি অফ এক্সিলেন্স থেকে এ লেভেলে অধ্যয়ন করবে। এছাড়াও লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) এ পড়তে ইচ্ছুক নিকিতা। সে আগামীতে একজন অর্থনীতিবিদ হতে চায়। তার এই সাফল্যে পিছনে পিতা-মাতার অসামান্য অবদান রয়েছে বলে সে জানায়।

নিকিতার পৈত্রিক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে। তার পিতা বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবেদীন (বাবুল) ও মাতা শিক্ষিকা ইয়াসমিন আবেদীন। তারা মেয়ের এই প্রত্যাশীত ফলাফলে খুবই আনন্দিত। নিকিতা আবেদিন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *