ইইউ সেটেলমেনট স্কীমের আড়াই লাখ আবেদন এখনও নিস্পত্তি হয়নি।
ব্রেক্সিট কার্যকর হওয়ার পর যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের নাগরিদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে ব্রিটিশ সরকার ইইউ সেটেলমেনট স্কিম চালু করে। সবাইকে জানাতে ক্যাম্পেইনও পরিচালনা করে সরকার। ক্যাম্পেইনের বার্তা ছিল খুব সোজাসাপটা এবং সহজ। আবেদন করার কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত পেয়ে যাবেন আবেদনকারীরা। কিন্তু অনেকের ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন।
ইইউ সেটেলমেনট স্কিম চালু হয় ২০১৯ সালের এপ্রিল মাসে। এ পর্যন্ত এই স্কিমের আওতায় আবেদন জমা পড়েছে ৬৬ লাখ ৪৮ হাজার ৭শ। এসব আবেদনের অধিকাংশই সেটেলড অথবা প্রি-সেটেলড ক্যাটেগরিতে মঞ্জুর হয়। তবে ৫ লাখ ৩৮ হাজার আবেদন নামঞ্জুর হয়েছে, কিংবা আবেদন প্রত্যাহার হয়েছে, অথবা বাতিল হয়েছে। আর এখনও সিদ্ধান্তের জন্য ঝুলে আছে ২ লাখ ৪৫ হাজার ৭শ আবেদন।
হোম অফিস ৬৮টি সংগঠনের মধ্যে ২৭ মিলিয়ন পাউন্ড তহবিল বরাদ্দ দিয়েছে, তাঁরা যাতে অসহায় আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ায় সহায়তা দেয়।
কিন্তু সরকারি তহবিলের অর্থে যেসব কেইস ওয়ার্কারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, তাদেরকে মূলত শেখানো হয়েছে, আবেদনপত্র কীভাবে মঞ্জুর হবে, সেসব বিষয়ে। সেটেলমেনট এর আবেদন নামঞ্জুর হওয়ার কারণগুলোর ওপর তাদের প্রশিক্ষিত করা হয়নি। এজন্য ক্যাম্পেইনাররা বলছেন, সরকারের এই সহায়তা ঠিক মতো কাজে লাগছে না।
ইইউ সেটেলমেনট স্কিমের আওতায় এখনও প্রতি মাসে গড়ে ৫০ হাজার আবেদন জমা পড়ছে। আবেদনপত্রগুলো বর্তমানে যে গতিতে সুরাহা করা হচ্ছে, এভাবে চললে জমা হয়ে থাকা সব আবেদনের সুরাহা করতে আরও এক বছর লেগে যাবে। কিন্তু যাদের আবেদন এখনও ঝুলে আছে, তাদের ব্রিটেনে বসবাস এবং কাজের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলছে।





