#যুক্তরাজ্য

ইংল্যান্ডে বিয়ের অনুষ্ঠানে বিধি নিষেধ শিথিল করা হচ্ছে।

আগামী ২১ জুন থেকে ইংল্যান্ডে বিয়েতে অতিথির সংখ্যা সীমিত রাখার যে বাধ্যবাধকতা ছিলো, সেটি তুলে নেওয়া হচ্ছে। বর্তমানে ৩০ জন অতিথি বিয়ের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পারেন। তবে ২১ জুনের পর সেই সংখ্যা ভেন্যু মালিকদের উপর ছেড়ে দেয়া হয়েছে। তবে আগত অতিথিদের অবশ্যই স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। অতিথির সংখ্যা কত হবে তা উঠিয়ে নিলেও ভেন্যুগুলোর ইন ডোরে প্রতিটি টেবিলে ৬ জনের বেশি বসতে পারবেন না। ভেন্যুর ভেতরে ডিজে পার্টি, ডান্স করা যাবে না, তবে বর কনে চাইলে শুধুমাত্র তারা উভয়ে গান কিংবা ডান্স করতে পারবেন ।

খাবার সময় ব্যাতিত অতিথিদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে, অন্যতায় ২শ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।

এদিকে ইস্ট লন্ডনের হল মালিকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে হল বুকিংয়ে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছেন মালিকরা। তারা বলছেন পূর্বে যেখানে কমপক্ষে ৫/৭শ লোকের জন্য হল বুকিং দেয়া হত বর্তমানে তা ২ থেকে ৩শতে নেমে এসেছে। কভিড পরিস্থিতিতে স্বল্প পরিসরে বিয়েতে অবশ্য হয়ে পড়েছেন কমিউনিটির মানুষ। তাই বুকিংয়ের আকারও কমেছে।

বড় হলে ছোট্ট পরিসরে বিয়ের অনুষ্ঠান হলেও বিয়ের আয়োজনের মূল্যবৃদ্ধি পাবে বলে জানিয়েছেন হল মালিকরা। একই সাথে গত বছরের বাতিল হওয়া বহু বুকিং নতুন করে দেয়া হচ্ছে বলে জানান তারা।
বিয়ের জন্য হল বুকিং হলেও কমিউনিটি ইভেন্ট আয়োজনের বুকিং এখন পাচ্ছেন না হল মালিকরা
বিয়ের অনুষ্ঠানে আগত অতিথি এবং হল মালিকদের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে, ব্যতিক্রম হলে জরিমানা সম্মুখিন হতে হবে উভয় পক্ষকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *