#খেলাধুলা

হোটেল কোয়ারেন্টাইনে টাইগাররা।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নিউজিল্যান্ডে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে মুমিনুল হকে নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন তাসমান সাগর পাড়ের দেশটিতে। মুমিনুল বাহিনী ক্রাইস্টচার্চে পা রেখেই এক সপ্তাহের কোয়ারেন্টাইনে চলে গেছে।

ক্রিকেটাররা এক সপ্তাহ রুম কোয়ানেন্টাইনে থাকবেন। ক্রাইস্টচার্চে পা রেখে ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ ভিডিও বার্তায় বলেন, ‘আল্লাহর রহমতে আমরা ঢাকা থেকে নিউজিল্যান্ডে এস পৌঁছলাম। যদিও অনেক লম্বা ফ্লাইট জার্নি ছিল। এখন আমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড শুরু হবে।

সুস্থমতো এবং ভালোমতো পৌঁছেছি আমরা। এখন রুম কোয়ারেন্টাইন হবে আমাদের। যদিও বিষয়টি অনেক কঠিন। দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত।
আশা করি সামনের দিনগুলো আরও ভালো কাটবে। সবাই দোওয়া করবেন। আমরা যেন সুস্থ থাকি এবং নিজেদের সেরাটা উপহার দিয়ে ভালো খেলতে পারি। ’ টাইগারদের নতুন বছর শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে। ১-৫ জানুয়ারি প্রথম টেস্ট মাউন্ট মঙ্গানুইতে এবং ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ৯-১৩ জানুয়ারি।

চলতি বছরের মার্চে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল টাইগাররা। সেবার ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে ছিলেন ১৪ দিন। এবার এক সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এক সপ্তাহের কোয়রেন্টাইনে তিনবার করোনা পরীক্ষা দিতে হবে মুমিনুলদের। নেগেটিভ হওয়ার পর উন্মুক্তভাবে চলাফেরা ছাড়াও অনুশীলন করতে পারবেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে মুমিনুল বাহিনী ঢাকা ছাড়ে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ করে রাতে। ২০০১ সালে সর্বপ্রথম নিউজিল্যান্ড সফরে যায় টাইগাররা। গত ২০ বছরে দেশটিতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ৩৩টি ম্যাচ খেলেছে। কোনো ফরম্যাটে জয় পায়নি টাইগাররা। পারিবারিক কারণে সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান ও ইনজুরির জন্য খেলছেন না তামিম ইকবাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *