#খেলাধুলা

চট্টগ্রাম টেস্টে ৩য় দিন শেষে ৮৩ রানের লিড বাংলাদেশের।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩০ রানের বিপরীতে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে যায় স্বাগতিকরা। তৃতীয় দিন বেলা শেষে ৮৩ রানে লিড নেয় বাংলাদেশ।

তৃতীয় দিনের প্রথম ও দ্বিতীয় সেশন বাংলাদেশের জন্য ভাল গেলেও শেষ সেশনে নেমে এসেছে দুর্বিষহ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসেরঘরের মতো পড়ে যাচ্ছে বাংলাদেশের উইকেট। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে স্বাগতিকরা।

তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৮৬ রানে আটকে যায় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে তাইজুল ৭ উইকেট নেওয়ায় দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এছাড়া এবাদত হোসেন ২ ও মেহেদী হাসান মিরাজ ১ উইকেট নিয়েছেন।

রোববার সকালে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু করে আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। ৫৭.৫ ওভারে তাইজুল ইসলামের এলবিডব্লিউর ফাঁদে পড়েন আব্দুল্লাহ শফিক। ১৬৬ বলে ২ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে ৫২ রান করেন শফিক। ১ উইকেটে ১৪৬ রান।

মাত্র ১ বলে ব্যবধানে রানের খাতা না খোলে ৫৭.৬ ওভারে তাইজলের বলে এলবিডব্লিউ হয়ে শফিকের পথে হাটেন আজহার আলী। ২ উইকেটে ১৪৬ রান।
৭২.৪ ওভারে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ডআউট হন দলের অধিনায়ক বাবর আজম। তিনি ৪৬ বলে ১ বাউন্ডারিতে ১০ রান করেছেন। ৩ উইকেটে ১৬৯ রান।
৭৭.৩ ওভারে তাইজুলের বলে লিটন দাসের ক্যাচে পরিণত হন ফাওয়াদ আলম। ১৫ বলে ১ বাউন্ডারিতে ৮ রান করেন তিনি। ৪ উইকেটে রান ১৮২।

৯০.১ ওভারে এবাদত হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মোহাম্মদ রিজওয়ান। ৩৮ বলে ৫ রান করেন রিজওয়ান। ৫ উইকেটে রান ২০৭।

৯৩.৪ ওভারে তাইজুলের এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন আবিদ আলী। ২৮২ বলে ১২ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে ১৩৩ রান করেন আবিদ। ৬ উইকেটে ২১৭ রান।

৯৫.৩ ওভারে তাইজুলের বলে লিটন দাসের স্ট্যাম্প আউট হন হাসান আলী। ৮ বলে ১ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ১২ রান করেন হাসান। ৭ উইকেটে রান ২২৯।

৯৮.৫ ওভারে এবাদত হোসেনের বলে বোল্ডআউট হন সাজিদ খান। ১২ বলে ১ বাউন্ডারিতে ৫ রান করেন সাজিদ। ৮ উইকেটে রান ২৪০।

১০৩.৪ ওভারে তাইজুলের এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন নুমান আলী। ১৪ বলে ১ বাউন্ডারিতে ৮ রান করেন নুমান। ৯ উইকেটে রান ২৫৭।

১১৫.৪ ওভারে তাইজুলের বলে লিটন দাসের তালুবন্দী হন ফাহিম আশরাফ। তিনি ৮০ বলে ৩ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৩৮ রান করেন। ১০ উইকেটে রান ২৮৬। ৩২ বলে ২ বাউন্ডারিতে ১৩ রানে অপরাজিত ছিলেন শাহীন শাহ আফ্রিদি।

দিনের তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে শাহীন শাহ আফ্রিদির এলবিডব্লিউ’র ফাঁদে সাদমান ইসলাম। ১২ বলে ১ রান করেন সাদমান। স্কোর ১৪/১।

৪.৫ ওভারে রানের খাতা না খোলে শাহীন শাহ আফ্রিদির বলে আব্দুল্লাহ শফিকের গ্লাভসবন্দী হন নাজমুল হোসেন শান্ত। ২ উইকেটে রান ১৪।
৫.৬ ওভারে রানের খাতা না খোলে হাসান আলীর বলে আজহার আলী তালুতে পরিণত হন দলের অধিনায়ক মুমিনুল হক। ৩ উইকেটে রান ১৫।

১০.১ ওভারে শাহীন শাহ আফ্রিদির বলে তারই গ্লাভসবন্দী হন সাইফ হাসান। তিনি ৩৪ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করেন। ৪ উইকেটে রান ২৫। মুশফিকুর রহিম ১২ রানে ও ইয়াসির আলী ৪ রানে অপরাজিত রয়েছেন।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ৩ ও হাসান আলী ১ উইকেট পেয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *