সুপার ১২ এ বাংলাদেশ !
বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ৮৪ রানে পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে রেখেছিল টাইগাররা। তবুও অপেক্ষা ছিল স্কটল্যান্ড ও ওমানের ম্যাচের ফলাফলের। কারন সুপার টুয়েলভে টাইগারদের প্রতিপক্ষ হচ্ছে কারা তা জানতে।
দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে ৮ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই সুপার টুয়েলভে উঠেছে স্কটল্যান্ড। বাংলাদেশ রানার্সআপ হয়েই উঠেছে পরের রাউন্ডে। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ড তিন ম্যাচে ৩টিতেই জয় পাওয়ায় তাদের পয়েন্ট ৬। বাংলাদেশের সংগ্রহ ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট। ওমানের সংগ্রহ ৩ ম্যাচে ২ পয়েন্ট। পাপুয়া নিউগিনি ৩ ম্যাচের তিনটিতেই হেরেছে। তাদের পয়েন্ট শূন্য। এদিকে সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। প্রতিপক্ষ দলগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, ইংল্য্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।
সুপার টুয়েলভ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করা ওমানের সংগ্রহ ছিল সবকটি উইকেট হারিয়ে ১২২ রান। ওপেনার আকিব ইলিয়াসের ৩৫ বলে ৩৭, মোহাম্মদ নাদিমের ২১ বলে ২৫ ও অধিনায়ক জিশান মাকসুদের ৩০ বলে করা ৩০ রানই মূলত স্বাগতিকদের স্কোরবোর্ড সমৃদ্ধ করেছে।বাকিরা স্কটিশ বোলিংয়ে দাঁড়াতে পারেনি। জশ ডেভি ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও হন তিনি। মাইকেল লিস্ক ১৩ রানে ২টি ও সাফইয়ান শারিফও ২৫ রানে দুটি উইকেট নিয়েছেন।
জবাবে স্কটল্যান্ড দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতেই ২ উইকেট হারিয়ে ১৭ ওভারে জয় নিশ্চিত করেছে। জর্জ মুনসে ২০ রানে ফেরার পর জয়ের ভিত গড়েছেন অধিনায়ক কাইল কোয়েটজার। তিনি ২৮ বলে ৪১ রানে ফিরলে বাকি কাজ সারেন ম্যাথিউ ক্রস ও রিচি বেরিংটন। ক্রস ৩৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। ২১ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন বেরিংটন।
এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড সুপার টুয়েলভে খেলবে গ্রুপ-২ তে। যেখানে তাদের জন্য অপেক্ষায় আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং ‘এ’ গ্রুপের রানারআপ দল।





