মেসি কি ম্যানচেস্টার সিটিতে আসছেন ?
ম্যানচেস্টার সিটিতেই যাবেন লিওনেল মেসি। তাঁর বাবাকে এমনটাই বলেছেন মেসি নিজে-দাবি স্প্যানিশ গনমাধ্যমের। তবে সবকিছু নির্ভর করছে তার ট্রান্সফার নিয়মে বার্সেলোনা কি সিদ্ধান্ত নেয় তার উপর।
মেসি বার্সায় থাকার ঘোষণা দিলে পদত্যাগ করবেন ক্লাবটির সভাপতি বার্তোমিউ। কিন্তু সেই আলোচনাও বেশিদুর এগোয়নি।
এদিকে, মেসির শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিউয়েল’স ওল্ড বয়েজ সমর্থকরা রীতিমত উৎসব করেছে। তাদের বিশ্বাস মেসি যোগ দিচ্ছেন তার প্রথম ক্লাবে। কারণ, এরআগে মেসি বলেছিলেন- বার্সেলোনা ছাড়লে ফিরে আসবেন হোমটাউন রোজারিওতে, খেলবেন শৈশবের ক্লাবে।
যদিও মেসির এই খবরে বিশ্বের ক্রীড়া জগৎ এখন সরগরম কিন্তু ম্যানচেস্টার সিটি এখনো অফিসিয়ালি এখনো কিছুই বলে নাই।





