#খেলাধুলা

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর উদ্বোধনী আজ।

কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। তার আগে আধঘণ্টা হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠান হবে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা কাতারের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক ধারণক্ষম স্টেডিয়াম আল-বায়াতে। স্টেডিয়ামটিতে ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। উদ্বোধনী ম্যাচও হবে আল-বায়াতে।

ফুটবল বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হলেও কখনো অলিম্পেকের উদ্বোধন অনুষ্ঠানের মতো হয়নি। এবার অনেকটা অলিম্পিকের মতো করে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

এবারের বিশ্বকাপের স্লোগান হচ্ছে- গেদারিং ফর ম্যানকাইন্ড, ব্রিজিং ডিফরেন্স থ্রু হিউমিটি, রেসপেক্ট এন্ড ইনক্লুসন। যার অর্থ- মানবজাতির জন্য সমবেত হওয়া, মানবতা, সম্মান ও অন্তর্ভুক্তির মাধ্যমে ভেদাভেদ দূর করা।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ২০০৬, ২০১০ ও ২০১৪ আসরে পারফরম্যান্স করা পপ তারকা শাকিরার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি নাম প্রত্যাহার করেছেন। তবে বিটিএস-এর জাংকুক মাতাবেন মঞ্চ। তার সঙ্গে থাকবেন কাতারি মিউজিসিয়ান ডানা, ফাহাদ আল কুবাইস, গানিম আল মুফতাহ।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক পারফরমার অংশ নেবেন, যারা বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের প্রতি সম্মান প্রদর্শন করবেন, পূর্বের বিশ্বকাপ আয়োজন করা দেশের প্রতি সম্মান জানাবেন। কাতারের সংস্কৃতি তুলে ধরবেন। যাকে বলা হচ্ছে- সেভেন অ্যাক্ট প্রোগ্রাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *