বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ !
সুইজারল্যান্ডে লুজানে চলমান বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে চমক দেখিয়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে নিয়ে গিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে হারিয়েছেন বাংলাদেশের এই দুজন। আগামী রোববার সোনার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
লুজানে আজ দিনভর চমকের পর চমক উপহার দিয়েছেন রোমান ও দিয়া। শীর্ষ তালিকার ১৭ নম্বরে থাকা বাংলাদেশ হারিয়েছে এগিয়ে থাকা দেশগুলোকে। প্রথম রাউন্ডে ৫-৩ সেটে হারিয়েছে ১৬ নম্বর র্যাঙ্কিংধারী ইরানকে।





