বাংলাদেশ টেস্ট দলের নাম চূড়ান্ত।
শেষ মুহূর্তে কিছু রদ বদল এনে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে আগামীকাল প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশে। তবে শেষ মুহূর্তে প্রথম টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার শহীদুল ইসলাম ও খালেদ আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে দুই দল। তবে দলের সঙ্গে যাননি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যদিও প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে তিনি ছিলেন। বিসিবি সূত্র নিশ্চিত করেছে প্রথম ম্যাচে খেলতে পারবেন না সাকিব। এর আগে ইনজুরির কারণে বাংলাদেশের পেস আক্রমণে সময়ের সেরা বোলার তাসকিন আহমেদ প্রথম টেস্ট খেলতে পারছেন না। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শহীদুল ইসলাম ও খালেদ আহমেদ।
এর আগে ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। ওই দলে ছিলেন মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান। এখন নতুন যুক্ত হলেন শহীদুল ইসলাম ও খালেদ আহমেদ।





