নিউজিল্যান্ডের মাটিতে জিততে চায় বাংলাদেশের।

নিউজিল্যান্ড সফরে আজ প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আজ প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ডানেডিনে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে ভালো কিছু করার আশা নিয়ে সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা।
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু জয় মিলেনি একটিও। তবে এবার জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আর কোচ রাসেল ডোমিঙ্গো। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখনো নিজেদের মেলে ধরতে পারেনি। তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অনেক বছর ধরেই ভালো দল। ওয়ানডে তালিকায় দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কারও ওপরে বাংলাদেশ। তবুও নিউজিল্যান্ডে গিয়ে জয় পায়নি টাইগাররা। এবার নিউজিল্যান্ড সফরে নিজেদের প্রমান করতে চায় তামিমরা।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় এক বছর পর মাঠে ফিরেই ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে গত জানুয়ারির সেই সাফল্যের পরই টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। আত্মবিশ্বাসে নিশ্চয় কিছুটা কমেছে তাতে। সেই সঙ্গে নিষেধাজ্ঞা থেকে ফিরেই সাকিব আল হাসানকেও হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না সাকিব। বাংলাদেশ দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে গত ফেব্রুয়ারির ২৪ তারিখে। আর প্রথম ম্যাচ খেলতে নামছে আজ প্রায় এক মাস পর।
অতীতে কখনো সিরিজের এতো আগে কোনো দেশে সফর করেনি বাংলাদেশ। মহামারী করোনাভাইরাসের কারণে এবার প্রথম কয়েক দিন ঘরবন্দি থাকতে হয়েছে, পরে কিছু সময়ের জন্য বেরুতে পারলেও একে অপরের সঙ্গে মিশতে পারেননি। নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইনের সময়টা যে কঠিন ছিল সেটা সব ক্রিকেটারই বলেছেন একবাক্যে। তবে সব প্রতিবন্ধকতা একপাশে রেখে বাংলাদেশ এবার নিউজিল্যান্ডে জয়ক্ষরা ঘুচাতে চায়।
অধিনায়ক তামিম ইকবাল সেটা সরাসরিই বলেছে। নিউজিল্যান্ডে এবার কোয়ারেন্টাইন শেষে কঠোর পরিশ্রম করে নিজেদের প্রস্তুত করেছেন টাইগাররা। প্রথম ম্যাচের আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন,‘আমরা এখানে এখনো ভালো কিছু করতে পারিনি, তবে এবার সুযোগ আছে। আমাদের ভালো করার জিদ আছে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যখন আমি প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলি তখন দেখি তারা খুব পজিটিভ। এটা খুবই ভালো। আমি যেটা বললাম এটা কাজ করতে পারে, আবার নাও পারে। তবে আমি যা বলেছি এখন আমরা খুবই আত্মবিশ্বাসী।’
নিউজিল্যান্ডের মাটিতে ভালো কিছু করতে হলে ভালো পেস বোলিং অ্যাটাক থাকতে হবে। তামিমের মতে, বাংলাদেশ এবার শক্ত একটা পেস বোলিং আক্রমণ নিয়ে গেছে নিউজিল্যান্ডে। সেই কারণেই আত্মবিশ্বাসী অধিনায়ক। বলছিলেন, ‘সত্যি কথা আমাদের পেসবোলিং অ্যাটাক হয়তোবা আগে যতবার এসেছি তার চেয়ে ভালো অবস্থায় আছে। ভালো অবস্থায় আছে অবশ্যই ভালো করাও লাগবে কিন্তু এতটুক বলতে পারি যে এখন যে গ্রুপটা আছে পেস বোলারদের, তারা খুবই ভালো। দ্বিতীয়তো আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় বিদেশ সফরগুলোতে নিজের প্রতি বিশ্বাস। আমার কাছে মনে হয় যে দলে বিশ্বাস আছে তারা কিছু করতে চায়। তো ওইটাই আমি আশা করছি যে আমরা প্রথম ম্যাচ থেকেই যে লক্ষ্য আমাদের ভালো করার সেটা যেন আমরা ফুলফিল করতে পারি।’