#খেলাধুলা

আইসিসির বর্ষসেরা তালিকায় সাকিব।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচনের আগে চারজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে জায়গা হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। তার সাথে বাকি তিনজন হলেন- পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আইসিসি তাদের অফিসিয়াল সাইটে আজ তালিকাটি প্রকাশ করে।

একদিনের ক্রিকেটে বছরটি ভালোই কেটেছে সাকিবের। এই অলরাউন্ডার এ বছর নয় ম্যাচে ৩৯.৫৭ গড়ে দুই ফিফটিসহ ২৭৭ রান সংগ্রহ করেছেন। ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা বাবর আজম এ বছরে খেলেছেন ছয়টি ওয়ানডে ম্যাচ। ৬৭.৫০ গড়ে ৪০৫ রান সংগ্রহ তার। ছিল দুটি সেঞ্চুরি।

দারুণ একটি বছর কাটিয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক জানেমান মালান। দলীয় পারফরম্যান্স বেশ ভালো না হলেও মালান ছিলেন অনবদ্য। এ বছরে আটটি ওয়ানডেতে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান করেন তিনি! এতে দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি ছিল। আইসিসির বর্ষসেরা পুরস্কার ও প্রোটিয়ার হাতে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। আয়ারল্যান্ডের ওপেনার পল স্টর্লিংও কম কিসে। এ বছরে ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে ৭০৫ রান তুলেছেন তিনি। তিনটি সেঞ্চুরির সাথে ছিল দুটি ফিফটিও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *