#খেলাধুলা

অনেকটা সুস্থ এখন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রোববার সকালে আর এক দফা পরীক্ষা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সৌরভ গঙ্গোপাধ্যায় এদিনই হাসপাতাল থেকে ছুটি পাবেন।

ক’দিন আগেই অ্যাপোলো হাসপাতালে সৌরভের হৃদযন্ত্রের ধমনীতে দুটি স্টেন্ট বসানো হয়েছে। একমাসের কিছু কম সময় আগে উডল্যান্ডস হাসপাতালে সৌরভের হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছিল। চিকিৎসকরা সৌরভকে আপাতত পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন। খাবার ব্যাপারে কড়াকড়ি থাকছে। টেনশনমুক্ত থাকার জন্য সৌরভকে নির্দেশ দেয়া হয়েছে। সৌরভকে কঠোরভাবে নিয়মকানুন পালন করতে নির্দেশ দিয়েছেন ডাক্তাররা। বোর্ড- এর কাজকর্ম সাতদিন বাদে হাল্কাভাবে শুরু করতে পারবেন, কিন্তু কোনও কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে তার মস্তিস্ক বেশি ব্যবহার না হওয়াই উচিত। একমাসের মধ্যে সৌরভ স্বাভাবিক সব কাজ শুরু করতে পারবেন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *