#খেলাধুলা

মাঠের বাইরেও রেকর্ড গড়লেন রোনালদো।

মাঠের বাইরে এবার নতুন রেকর্ড গড়লেন ম্যানচেস্টার ইউনাইটেড ষ্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন ফলোয়ার পেরিয়ে গেল এই পর্তুগিজ তারকার। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রোনালদো। এবার হু হু করে ইনস্টা ফলোয়ারের সংখ্যা বাড়ছে তার।

বর্তমানে ৪০০ মিলিয়ন ফলোয়ার সিআরসেভেনের। বিশ্বে প্রথম এই রেকর্ডের অধিকারী রোনালদো। এই নজির আর কারোর নেই।

গত পাঁচ মাসে একধাপে অনেকটাই বেড়েছে ফলোয়ারের সংখ্যা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রোনালদোর ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ছিল ২৩৭ মিলিয়ন। মাত্র পাঁচ মাসের মধ্যে ১৬৩ মিলিয়ন ফলোয়ার বেড়েছে। দেখা যাচ্ছে পর্তুগিজ তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় ইনিংস শুরু করার পর তার ফলোয়ারের সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসিকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গেলেন রোনালদো। ইনস্টাগ্রামে ৩০৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন তারকা। রোনালদো এবং মেসি ছাড়া প্রথম দশের তালিকায় বিশ্বের আর কোনও ক্রীড়াবিদ নেই। এখনও পর্যন্ত ইনস্টাতে ৩২৪২ টি পোস্ট করেছেন পর্তুগিজ তারকা। তার ফলোয়ারের তালিকা দীর্ঘ হলেও, তিনি খুব বেশিজনকে ফলো করেন না।

তথ্যসূত্র : ডেইলি মেইল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *