#খেলাধুলা

ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের ফাইনালে দুর্দান্ত জয় দিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল বুধবার দারুণ লড়াইয়ে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারায় মারিয়া মান্ডারা। ম্যাচজুড়ে ভারতকে চাপের মুখে রেখে শেষ মুহূর্তে আনাই মোগিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর এ গোলেই চ্যাম্পিয়নের তকমা পায় মারিয়া মান্ডার দল।

এর আগের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন সাতক্ষীরার মেয়ে আফিদা খন্দকার প্রান্তি। যদিও তিনি এই ফাইনালে বাংলাদেশ একাদশে ছিলেন না। শিরোপা জেতার পর বিজয় উৎসবে আফিদা সবার নজর কেড়ে নেন সম্প্রচারকারী টি-স্পোর্টস চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারের সৌজন্যে।

আফিদা বলেন, ‌‘অনেকদিন পর বাংলাদেশে একটি শিরোপা আসায় খুব ভালো লাগছে।

সেই শিরোপা মেয়েদের দ্বারা আসায় আনন্দ আরও বেশি। দলে প্রচুর কম্পিটিশন থাকায় নিজের কাজটা (হ্যাটট্রিক) করতে পেরে স্বস্তি পাচ্ছি। টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে তিন গোল করেন আফিদা। তিনটি গোলই শ্রীলঙ্কার বিপক্ষে ১২-০ গোলে জয়ের ম্যাচে।’

এরপর সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপক আফিদাকে তার বিখ্যাত হাসি নিয়ে প্রশ্ন করেন। আফিদা হাসতে হাসতে জবাব দেন, ‘সবার মুখেই শুনছি আমার হাসির প্রশংসা। এখন আমি কী করব? (হাসি)।

আফিদা সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মিরা দম্পতির ছোট মেয়ে। তার বড় বোন আফরা খন্দকার প্রাপ্তিও সদ্য সমাপ্ত ষষ্ঠ সিনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপার পদক অর্জন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *