#খেলাধুলা

পাকিস্তানকে ৯ রানে হারালো বাংলার বাঘিনীরা।

প্রথম দুই ম্যাচ হার দিয়ে শুরু হলেও নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৯ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।

সোমবার নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়। প্রথমে ব্যাট করে ২৩৪ রানের বড় পুঁজি পান রুমানা-সালমারা।

ফারজানা হক পিংকি করেন ৭১ রান। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার করেন যথাক্রমে ৪৬ ও ৪৪ রান।

২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের নারীরা ধীরেসুস্থেই শুরু করেন। প্রথম জুটিতেই তুলে নেয় ৯১ রান। তারপর সিদ্রা আমীন ও অধিনায়ক বিসমাহ মারুফ দলকে জয়ের দিকে নিয়ে জাচ্ছিলেন। তবে বাংলাদেশের স্পিনার ফাহিমা তার সপ্তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের দুই সেট ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান। এরপরই একে একে উইকেট পড়তে থাকলে জয় অধরা রয়ে যায় পাকিস্তানি নারীদের জন্য। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২২৫ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন ফাহিমা খাতুন। এছাড়াও ২টি উইকেট পান রুমানা আহমেদ। এই হারের ফলে বিশ্বকাপে চার ম্যাচে চারটিতেই হারল পাকিস্তানের নারীরা।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে এবং স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে বাংলাদেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *