#খেলাধুলা

পরীক্ষা শেষে দেশে ফিরেছেন তামিম, রিপোর্টের অপেক্ষায়

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খান অন্ত্রের সমস্যায় ভুগছিলেন। দেশে বিভিন্ন জায়গায় টেস্ট করানোর পরও ব্যথার কারণ ধরা না পড়ায় যেতে হয় লন্ডনে। সেখানে পরীক্ষা শেষে দেশে ফিরেছেন তামিম।

গত শনিবার সকালে লন্ডন থেকে দেশে ফেরেন ওয়ানডে অধিনায়ক। গত সপ্তাহে পেটের ব্যাথার চিকিৎসার জন্য ​​​ইংল্যান্ডে উড়াল দেন তামিম। সেখানে পৌঁছে কয়েকটি পরীক্ষা করান তিনি।

জানা গেছে, সেই পরীক্ষার ফলাফল আগামী কয়েক দিনের মধ্যেই হাতে পাবেন তামিম। চিকিৎসকেরা জানিয়েছেন, রিপোর্ট দেখে পরবর্তী করণীয় সম্পর্কে তামিমকে ই-মেইলের মাধ্যমে অবগত করবেন তারা। সে কারণেই কালক্ষেপণ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন টাইগার ওপেনার।

লন্ডন যাওয়ার আগে তামিম বলেছিলেন, ‘গত এক মাসে তিনবার ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না, বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরও কিছু পরীক্ষা করাতে হবে। এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *