আর্চারিতে বাংলাদেশর ৩টি স্বর্ণ।
থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি টুর্নামেন্টে তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ দ্বৈত মিশ্র, মেয়েদের দলগত ইভেন্টের পর মেয়েদের রিকার্ভ এককে ও স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশী আরচাররা।
রিকার্ভ মহিলা এককের দুই ফাইনালিস্টই ছিল বাংলাদেশী। ফলে স্বর্ণ ও রুপা বরাদ্দ ছিল দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তারের জন্য। তবে শেষ হাসি হেসেছেন নাসরিনই। দিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ দখল করে নেন নাসরিন। আর্চারিতে বাংলাদেশের জেতা তিন স্বর্ণের সঙ্গেই নাম জড়িয়ে আছে নাসরিনের।
দ্বৈত মিশ্রে রোমান সানার সঙ্গে জিতেছিলেন স্বর্ণ। এরপর মেয়েদের দলগত ইভেন্টে দিয়া ও ফামিদা সুলতানা নিশার সঙ্গে মিলে জিতেছিলেন দ্বিতীয় স্বর্ণ। দুটো ইভেন্টেই ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ।
এবার এককভাবে স্বর্ণ জিতে নিলেন নাসরিন। এদিকে নারীদের জয়জয়কারের মধ্যে ব্যর্থ বাংলাদেশের পুরুষ আরচাররা। দলগত পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ নির্ধারণী ম্যচে মালয়েশিয়ার কাছে ৬-২ সেট পয়েন্টে হারে বাংলাদেশ। মোহাম্মদ সাগর ইসলাম, রাম কৃষ্ণ সাহা ও রোমান সানা খেলেন দলগত ইভেন্টে। এছাড়াও রিকার্ভ পুরুষ এককের ব্রোঞ্জের লড়াইয়েও হারে বাংলাদেশ।
কাজাখস্তানের আব্দুললিন ইলফাতের কাছে ৭-১ সেট বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল হেরে গেছেন।





