#খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ধনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধনি। আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। গতকাল সেই ঘোষণা করলেন ধনি। নিজের ইনস্টাগ্রাম অবসরের ঘোষণা করেছেন তিনি। ধনির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা সুরেশ রায়নারও।

একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনাদের এত দিনের ভালোবাসা এবং সমর্থনের জন্যে অনেক ধন্যবাদ। সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে আমি অবসরপ্রাপ্ত’। ইনস্টাগ্রামের ওই ভিডিওতে নিজের কেরিয়ারের একাধিক নস্টালজিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি। যাতে তার ওপর রয়েছে একাধিক ছবি। তার অনুগামীদের রাগ, অভিমান ভালোবাসা সবটাই প্রকাশ পেয়েছে সেই ছবিগুলোতে।

তবে ধনির মতো সাবেক এই অধিনায়ক খোলাসা করেননি যে তিনি কোনো ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তবে সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন ধনি। কারণ এ বছরের আইপিএলের প্রস্তুতির জন্য পরশু চেন্নাইয়ে পৌঁছেছেন। আগামী ২১ আগস্ট চেন্নাই সুপার কিংসের সঙ্গে আরব আমিরাতে উড়ে যাবেন। ফলে নিদেনপক্ষে এ বছরের আইপিএল তিনি খেলবেন।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধনি একমাত্র অধিনায়ক যিনি আইসিসির সমস্ত ট্রফি জিতেছেন। তার নেতৃত্বে ভারত ২০০৭-এ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ২০১০ এবং ২০১৬ তে এশিয়া কাপ জিতে ভারত। ২০১১ তে ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৩ তে আইসিসি চাম্পিয়ন ট্রফি তার নেতৃত্বেই আসে ভারতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *