BCAA UK এর উদ্দ্যেগে হবিগঞ্জে সহায়তা প্রদান।

বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে দূরারোগ্য কিডনি রোগী ক্কারী শেখ আমিনুল হক এর চিকিৎসার জন্য দুই লক্ষাধিক টাকা আজ হবিগন্জ প্রেস ক্লাবে ওনার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন BCAAUK এর সিনিয়র সদস্য ও হবিগন্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাছিরুল ইসলাম, BCAAUK এর সিনিয়র সদস্য নুরুদ্দিন চৌধুরী বুলবুল, জেলা বাপার সেক্রেটারী তোফাজ্জল সোহেল, হবিগন্জ প্রেস ক্লাব এর সভাপতি ইসমাঈল হোসেন, সেক্রেটারী সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সেক্রেটারী রাসেল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি এমদাদুল ইসলাম সোহেল প্রমুখ।