২৫ কোটি টিকার আগাম বন্দোবস্ত করেছে ব্রিটেন !

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের সূত্রে জানা যায়, ব্রিটেন এখন পর্যন্ত চারটি কোম্পানির তৈরি মোট ২৫ কোটি করোনাভাইরাসের টিকা কেনার আগাম ব্যবস্থা পাকা করে ফেলেছে।
গার্ডিয়ানে বলা হয়েছে, যুক্তরাজ্যের লক্ষ্য হচ্ছে এমন অন্তত ১২টি টিকা কেনার জন্য আগাম ব্যবস্থা করা – যেগুলো নিরাপদ এবং কার্যকর বলে প্রমাণিত হবার সম্ভাবনা জোরালো।
যে চার কোম্পানির টিকা কেনার ব্যবস্থা এর মধ্যেই করা হয়েছে তার মধ্যে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও এ্যাস্ট্রাজেনিকা ১০ কোটি টিকা, বায়ো এনটেক/ফাইজারের ৩ কোটি, ভালনেভার ৬ কোটি এবং গ্ল্যাক্সো স্মিথক্লাইন/স্যানোফি পাস্তুরের ৬ কোটি।
সব মিলিয়ে প্রায় ২৫ কোটি টিকা ক্রয়ের আগাম ব্যবস্থা করে রাখছে ব্রিটেন।