#বিশেষ সমাচার

স্থবির ম্যানচেস্টার বাঙালী কমিউনিটি ।

জুয়েলওয়েছশহীদ বিন ওয়ালিকোরোনায় জমে গেছে ম্যানচেস্টারের বাঙালি কমিউনিটি। যে কমিউনিটিতে সদা সর্বদা প্রাণচাঞ্চল্য থাকতো সেই কমিউনিটি আজ স্থবির।

রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন ধরনের সংগঠনের কার্যক্রম এখন নেই বললেই চলে। এই স্থবিরতায় হতাশ সংগঠনের সাথে জড়িত থাকা ম্যানচেস্টারের পরিচিত মুখগুলো।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, চেতনা ম্যানচেস্টারের সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান ( যিনি সর্ব মহলে বুলু ভাই নামে পরিচিত ) বলেন, লক ডাউনে সব কিছু বন্ধ হওয়ায় আমরা আমাদের মধ্যে একধরনের নিষ্ক্রিয়তা ভর করেছে। তারপরেও আমরা ফোকাস টিভি নামে একটা অনলাইন টিভির মাধ্যমে আমাদের  রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম সীমিত আকারে চালিয়ে যাচ্ছি। সম্প্রতি ফোকাস টিভির মাধ্যমে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ছিলো বিশেষ ভাবে লক্ষণীয়।

এদিকে সামাজিক সংগঠন ম্যানচেস্টার সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক শহীদ বিন ওয়ালী এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেন, লক ডাউন কালীন সময়ে ম্যানচেস্টারের হাসপাতাল গুলোতে আমাদের কমিউনিটি পক্ষ থেকে NHS এর সেবা প্রদানকারীদের জন্যে শুভেচ্ছা হিসেবে আমরা নিয়মিত খাবার দিয়েছি। একই সাথে কোরোনা সচেতনে জনগন মাঝে প্রচারণা চালিয়েছি।

বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থক টাইগার জুয়েল উপাধি ও ICC থেকে বেস্ট সাপোর্টার পুরস্কার পাওয়া বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল বলেন, আমি আশাবাদী মানুষ। এই সাময়িক বিষাদ থেকে আমরা শীঘ্রই বের হয়ে আসবো, ইনশাআল্লাহ।

এসবের মাঝে ব্যতিক্রম মানুষ আছেন। যারা বাঙালি কমিউনিটিতে প্রাণ স্পন্দন দিয়ে যাচ্ছেন তারা হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক ওয়েস ও রোকসানা জাহান মৌসুমী ।

আমিনুল হক ওয়েস এর ফোকাস টিভি ম্যানচেস্টার বাঙালি কমিউনিটিতে কোরোনা কালীন সময়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একই সাথে কমিউনিটির ভিতর একটা যোগ সূত্র স্থাপনে বিশেষ অবদান রাখছে ।

রোকসানা জাহান মৌসুমী এ সময়ের একজন তারুণ্য দীপ্ত সাংস্কৃতিক মনা সঞ্চালিকা । সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার প্রতিষ্টিত বাঙালিয়ানা গ্রুপটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিনিয়ত দেশি বিদেশি শিল্পীর অংশ গ্রহণে কবিতা, গান ও গল্পে উজ্জীবিত করে রাখছে ম্যানচেস্টার তথা গ্রেট ব্রিটেনের সংস্কৃতি মনা সকল কে। মৌসুমী ও সায়েম দম্পতির নিরলস প্রচেষ্টায় বাঙালিয়ানার মাধ্যমে তৃষ্ণা মিটছে সুর ও ছন্দের ভালোবাসায় থাকা প্রাণগুলোর আর এপার ওপার বাংলা পেয়েছে একটি নতুন মাত্রা।

এ সব কিছু নিয়ে আমাদের ম্যানচেস্টার। আমরা সবাই আশাবাদী। আমরা বিশ্বাস করি আধার কেটে যাবে, উদিত হবে নতুন সূর্য ।

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *