লক ডাউনের সতর্ক বার্তায় ওল্ডহ্যাম

নতুন করে কোরোনা পজিটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ১৫ দিনের জন্যে লেস্টার শহর কে লক ডাউন করা হয়েছে।
সরকার থেকে ঘোষণা করা হয়েছে ওল্ডহ্যাম ও ব্রাডফোর্ড শহর এখন সরকারের নজরদাড়িতে রয়েছে । সরকারের সংশ্লিষ্ট অধিদফতরের মতে, ওল্ডহ্যাম ও ব্রাডফোর্ডে আবার আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা । এখানে উল্লেখ্য যে, কোরোনা পিক সময়ে ওল্ডহ্যাম ছিলো রেড জোনে। বিশেষ করে, ওল্ডহ্যামের কেয়ার হোম গুলো ব্যাপক ভাবে আক্রান্ত হয়।
তবে ওল্ডহ্যাম কাউন্সিল এরই মধ্যে অগ্রিম ব্যবস্থা নেয়ার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছে। শীঘ্রই তারা একটি প্লান ঘোষণা করবে। পূর্ব সতর্কতা হিসেবে কোরোনা স্বাস্থ্য মেনে চলতে অনুরুধ করা হয়েছে ।