#বিশেষ সমাচার #যুক্তরাজ্য

ব্রিটেনে বৈধভাবে বসবাস করার প্রসঙ্গে ঘুরবে কি সাইফুল ইসলামদের ভাগ্যের চাকা !

সাইফুল ইসলাম একজন বাংলাদেশী বিভিন্ন আদালত প্রাঙ্গণে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে ব্রিটেনে বৈধতার আশায়। দীর্ঘ প্রায় ১৮ বছরেও মেলেনি তার বৈধতা , ২০০৩ সালে একজন দক্ষ সেফ হিসেবে যুক্তরাজ্যে আগমন ঘটলেও বাঁধ সাধে ৫ বছর পর হোম অফিসে স্থায়ী ভাবে বসবাসের আবেদন করতে গেলে নানা অজুহাতে বারবার তার আবেদন বাতিল হয়
বৈধতার দাবিতে ব্যাক্তিগত ক্যাম্পাইন সহ বিভিন্ন কোর্ট ঘুরে সর্বশেষ যান ইউরোপীয়ান কোর্টে ।
সাইফুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় জীবিকার তাগিদে ২০০৩ সনে তিনি যুক্তরাজ্যে আসেন এর আগে বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে তার শেফ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে উন্নত জীবনের আশায় তিনি যুক্তরাজ্যে আসেন কিন্তু যা এখন তার কাছে কেবলই দূরস্বপ্ন তিনি ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন তার জীবনের মহামূল্যবান ১৮ বছর যে ক্ষতি কখনোই পুরোন হবার নয় , এত কিছুর পরেও তিনি এখনও স্বপ্ন দেখেন ব্রিটেনে বৈধভাবে বসবাস করার , তার মতো এমন হাজার হাজার ভুক্তভোগী রয়েছে যারা তাদের জীবনে মহামূল্যবান সময়টা যুক্তরাজ্যে কাটিয়ে দিয়েছেন কিন্তু তারা বৈধ কাগজপত্রহীন হওয়ার কারনে স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ অথচ এদের বেশিরভাগই নিজ নিজ পেশায় দক্ষ শুধুমাত্র বৈধতাকরন করা হয়ে এরা যেমন স্বাভাবিক জীবনে আসতে পারবে পাশাপাশি সরকার ও লাভবান হবে কারন এরা বৈধতা পেলে তাদের দক্ষতা কে কাজে লাগিয়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে যার ফলে যুক্তরাজ্য সরকার ব্যাপক রাজস্ব পাবে তাই সরকারকে এদের বোঝা হিসেবে না দেখে সম্পদ হিসেবে মুল্যায়ন করে এদের বৈধতাকরনে জন্য গুরুত্ব সহকারে এই বিষয়টি দ্রুত বিবেচনা করা উচিত ।

সাইফুল ইসলামের এই বিষয়ে বি বি সি , গার্ডিয়ান , বাংলাদেশী টিভি চ্যানেলসহ অনেক গণমাধ্যম মানবিক দিক থেকে বিবেচনা করে সাইফুল ইসলামের পক্ষে প্রতিবেদন করেছে কিন্তু এখন পর্যন্ত ঘুরেনি সাইফুল ইসলামের ভাগ্যের চাকা।

https://www.bbc.co.uk/news/amp/uk-wales-51034041
https://www.theguardian.com/politics/2020/jan/02/bangladesh-chef-saiful-islam-faces-removal-from-uk-despite-home-office-errors
https://morningstaronline.co.uk/article/b/chef-fights-deportation-after-being-wrongly-accused-sex-offences

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *