#বিশেষ সমাচার

জাতীয় দলে ফিরতে আশাবাদী —- এনামুল হক জুনিয়র

বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় টিমের সাবেক কৃতি ক্রিকেটার এনামুল হক জুনিয়র বলেছেন, দলে ফিরতে তিনি আশাবাদী। আর এ জন্যে তিনি কঠোর পরিশ্রম ও করে যাচ্ছেন।

৩৪ বছর বয়সী এনামুল হক জুনিয়র বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় টিমের সাবেক বা’হাতি স্পিনার। এক টেস্টে সর্বোচ্চ ১৮ উইকেট শিকারের রেকর্ডের অধিকারী এই মেধাবী ক্রিকেটার অনেক বছর ধরে জাতীয় দলের বাহিরে। গতকালকে একটি অনলাইন টিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি  অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

The Tahsin Hour নামের ঘন্টা ব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, এ সময়ের বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান ও টিভি মিডিয়া ব্যক্তিত্ব তাহসিন এম খান। তাহসিনের অনবদ্য সঞ্চালনায়, এনামূল হক  স্মৃতি চারন করেন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার সহ অনেক লিজেন্ডদের সাথে তার খেলার অভিজ্ঞতা নিয়ে। আবার শচীনকে আউট করতে না পারার আক্ষেপ ও করেন। আবার মাশরাফি, আশরাফুল, জাবেদ ওমর বেলিম নিয়ে অনেক মজার অভিজ্ঞতার কথা বলেন। তাহসিন যখন কথার মাঝে মজা করে কিছু বলেন, তাও আবার সাবলীলভাবে হেসেখেলে উত্তর দেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তেমনি সাদী নামের এক শ্রোতার প্রশ্নের উত্তরে বলেন, উনার ওয়ার উইকশায়ারের হয়ে কাউন্টিতে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর খেলা হয় নি।

পুরো অনুষ্ঠান জুড়ে তাহসিন ও এনামুলের মজার আড্ডা দর্শক শ্রোতাদের জন্যে ছিলো উপভোগ্য।

 

জাতীয় দলে ফিরতে আশাবাদী     —- এনামুল হক জুনিয়র

এম এ হক আর নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *