আফরোজ মিয়া’র অনন্য উদ্দ্যেগ ।
সালেহ উদ্দিন সুমন, ওল্ডহ্যাম: তিনি আফরোজ মিয়া। নিজের শারিরীক ও মানষিক স্ব্যাস্থ ভাল রাখার জন্য দৌড়ানোর উদ্যগ নিলেন। ডাক্তারের পরামর্শও ছিল তিনি যেন নিয়মিত ব্যাম করেন। তিনি দৌড় শুরু করলেন নিয়মিত ভাবে। তারপর চিন্তা করলেন দৌড়ের সাথে সাথে আর কি করা যায় যাতে কল্যানকর হয়। তিনি চিন্তা করে বের করলে যে স্থানীয় একটি মহিলা হাই স্কুলের জন্য অর্থ সহায়তা করা যায়। সেইভাবা সেই কাজ। পুরো রমজান মাসে ২০০ কিলোমিটার দৌড়ে বিশাল অংকের সহায়তা তুললেন সেই স্কুলের জন্য। তারপর তাঁর কাজ যেন থামছেই না। তিনি উৎসাহ করে যাচ্ছেন পুরো সমাজকে তাঁর মতো করে চিন্তা করতে। নিজের স্বাস্হ্য রক্ষার কাজ করেও তিনি করে যাচ্ছেন দ্যতব্য কাজ। এ লেখকের সাথে আলাপ কালে তিনি বলেন যে এ পর্যন্ত তিনি ফুড ব্যাংককে খাদ্য সহায়তা, গৃহহীন মানুষের খাদ্য সহায়তা, অনেক পরিবার ও সংঘটনের মাধ্যমে খাদ্য সহায়তা, হাসপাতালের কর্মীদের জরুরী খাদ্য সহায়তাসহ অনেক কাজ করেছেন। তিনি সমাজের সকল মানুষের ভালবাসায় অবিভুত। সকলেই তাকে অকুন্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন।





