#আন্তর্জাতিক

সুইডেনে স্কুলে সহিংসতায় ২ নারী নিহত।

সুইডেনের একটি স্কুলে সহিংসতার ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের মালমো লাতিন নামে একটি মাধ্যমিক স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত দুজনের বয়স ৫০ বছরের বেশি। তাদের হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্কুলের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেই জরুরি বিভাগের নাম্বারে কল দিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে জানান।

খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ড ঘটে থাকলেও স্কুলটিতে বন্দুক হামলা হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ছুরি এবং কুঠার নিয়ে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। কিন্তু আসলে কী ঘটেছে, সেটি পরিস্কার নয়।

মালমো লাতিন স্কুলে কর্মরত ওই দুই নারী সহিংসতার শিকার হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তারা মারা যান। ঘটনার সময় স্কুলে শিক্ষার্থী এবং শিক্ষক মিলিয়ে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।

মালমো পুলিশ প্রধান পেট্রা স্টেনকুলা এক বিবৃতিতে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই ভয়ানক ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। তাদের স্বজন এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।

তথ্যসূত্র : ইউরো নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *