সীমানা অবমুক্ত বিষয়ে সুইজারল্যান্ডে গণভোট আজ।
ইউরোপের নাগরিকরা সুইজারল্যান্ডে কাজ করতে, বসবাস করতে এবং মুক্তভাবে যাতায়াত করতে পারবে কি না এ নিয়ে আজ রোববার গণভোটের আয়োজন করেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ইউরোপিয় ইউনিয়নের সদস্য না হলেও ইইউর সঙ্গে দেশটির নির্দিষ্ট চুক্তি রয়েছে যার আ্ওতায় ইইউ নাগরিকরা দেশটিতে যাতায়াত, বসবাস এবং চাকরির সুবিধা পান এবং সুইজারল্যান্ড ইইউর একক বাজারে প্রবেশাধিকার পায়। সুইজারল্যান্ডের ডানপন্থী পিপলস পার্টির (এসভিপি) উদ্যোগে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই গণভোটের প্রধান উদ্দেশ্যই হলো ইইউ নাগরিকদের দেশটিতে পাওয়া সুবিধাগুলো বন্ধ করে দেয়া। তবে এই উদ্যোগ ইইউতে বসবাসরত প্রায় ৪ লাখ ৬০ হাজার সুইস নাগরিকের ওপরও প্রভাব ফেলবে। পূর্ব সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৩ শতাংশ ভোটার এসভিপির এই উদ্যোগের বিরোধী। সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্রের আওতায় প্রধান প্রধান নীতিগুলো বেশিরভাগই গণভোট দ্বারা নির্ধারিত হয়। ২৭ সেপ্টেম্বরের ভোটে সুইস নাগরিকরা পক্ষে ভোট দিলে ১২ মাসের মধ্যে দেশটির সরকার ইইউ’রস সঙ্গে বসে ফ্রি মুভমেন্ট চুক্তি বাতিল করবে।





