#আন্তর্জাতিক

সরকারি বাসভবন ভাড়া দিচ্ছেন ইমরান খান !

চরম অর্থসঙ্কটে পড়ে ইসলামাবাদের সরকারি বাসভবন ভাড়া দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ভাবমর্যাদার পক্ষে নিঃসন্দেহে অস্বস্তির খবর এটি।

পাকিস্তানের ফেডারাল ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, ইমরানের বাসভবনে ভাড়ার বিনিময়ে সাংস্কৃতিক, ফ্যাশন, শিক্ষামূলক ও অন্য ধরনের অনুষ্ঠান করতে পারবেন লোকজন, এমনই দাবি করা হচ্ছে দেশটির কয়েকটি মহল থেকে।

২০১৮ সালে শাসক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছিল, ইমরান ইসলামাবাদের বিলাসবহুল, প্রাসাদোপম বাসভবনে থাকবেন না, সেটি একটি পোস্ট গ্র্যাজুয়েট প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পরিণত হবে। সেখানে বসবাসের বিপুল আর্থিক খরচ ছেঁটে তা সরকারি কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

এও বলা হয়েছিল গভর্নররাও তাদের সরকারি বাসভবন ছেড়ে দেবেন। পাকিস্তানের শিক্ষামন্ত্রী সাফাকাত মেহমুদ তখন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের খরচই ৪৭ কোটি টাকা। তাই ইমরান বাড়িটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লাহোরে গভর্নর হাউস মিউজিয়াম ও আর্ট গ্যালারিতে পরিণত হবে, মুরির পাঞ্জাব হাউসেও ট্যুরিস্ট কমপ্লেক্স হবে, করাচির গভর্নর হাউসে তৈরি হবে মিউজিয়াম।

ইমরান স্বীকার করেছিলেন, পাক সরকারের তহবিলে সরকারি উন্নয়নমূলক কাজে খরচ করার মতো অর্থ নেই, অথচ দেশের কিছু কিছু লোক ‘আমাদের ঔপনিবেশিক প্রভুদের মতো বিলাসবহুল জীবন যাপন করছেন!’ তবে ইমরানের শাসনেও গত ৩ বছরে পাকিস্তানের অর্থনীতির সঙ্কোচন হয়েছে ১৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালে ইমরানের বাসভবন এক সামরিক কর্তার মেয়ের বিয়ের জন্য তা ভাড়া দেয়া হয়। সেখানে হাজির ছিলেন ইমরানও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *