#আন্তর্জাতিক

শুভেন্দুর বিরুদ্ধে চুরির মামলা !

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে মামলা হয়েছে। একই মামলায় পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার সাবেক চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীসহ আরও দুজনকে আসামি করা হয়েছে।

বিজেপির বিধায়ক শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু। অপর দুই আসামি পৌরসভার কর্মী। ১ জুন কাঁথি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না কাঁথি থানায় এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, শুভেন্দু ও সৌমেন্দুর নির্দেশে, কাঁথি পৌরসভার দুই কর্মচারীর মদদে গত ২৯ মে পৌর অফিসের গোডাউন থেকে ত্রাণের ত্রিপল লুট করে গাড়িতে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর চার-পাঁচজন সশস্ত্র জওয়ান। লুট হওয়া ত্রাণের ত্রিপলের দাম লাখ টাকা। মামলার বিষয়ে শুভেন্দু বা সৌমেন্দুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে তাঁদের বাবা ও তমলুকের সাংসদ শিশির অধিকারী বলেছেন, এই মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শিশির অধিকারী বলেন, শুভেন্দুর বিরুদ্ধে যত পারে রাজনৈতিক প্রতিহিংসা দেখাক। কোনো লাভ হবে না। যে ত্রিপলের কথা বলা হয়েছে, তা পৌরসভার সম্পত্তি নয়, সরকারের সম্পত্তি। এদিকে শুভেন্দুর অনুগামী বলে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ২ লাখ রুপি আত্মসাতের অভিযোগে কলকাতায় মানিকতলা থানায় গত ২৭ ফেব্রুয়ারি একটি মামলা হয়। এই মামলায় গতকাল শনিবার মানিকতলা থানার পুলিশ আসামি রাখাল বেরাকে গ্রেপ্তার করেছে। শুভেন্দুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাল বেরার সঙ্গে শুভেন্দুর কোনো যোগাযোগ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *