#আন্তর্জাতিক

রাশিয়ার কয়লা খনির দুর্ঘটনায় ৫২জন নিহত।

রাশিয়ার সাইবেরিয়ায় কয়লা খনির দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা বলেন, খনিতে আটকে পড়া কেউই আর হয়তো বেঁচে নেই। এখন পর্যন্ত ৪৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ধোঁয়ার বিষক্রিয়ায় আক্রান্ত। চারজনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, তুষারাচ্ছন্ন কেমেরোভো অঞ্চলের লিস্টভ্যাজনায়া খনির বায়ু চলাচলের স্থানে কয়লার ধূলিকণায় আগুন ধরে যায়। এর ফলে খনিটি ধোঁয়ায় ছেয়ে যায়। দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানায়, খনির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় ২৮৫ জনের মতো কর্মীর বেশির ভাগই বেরিয়ে আসেন। কী কারণে এ ধোঁয়ার সৃষ্টি হয়েছে তা এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজধানী মস্কো থেকে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরের দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স যাচ্ছে। ব্যাপক তুষারপাত হওয়ায় পুলিশ সদস্যদের খনির বাইরে দাঁড়িয়ে আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *