রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ৬ জন নিহত।
রাশিয়ায় একটি বিমান দুর্ঘটনায় ৬ জন ক্রু নিহত হয়েছেন।আন্তনভ অ্যান- ২৬ বিমানটি পূর্বাঅঞ্চলের খাবারোভস্ক শহরের করফোভস্কি এলাকায় বিধ্বস্ত হয়।
ছয়জন বিমান ক্রু নিয়ে বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চলে যাচ্ছিল। তবে বিমানটিতে সাধারণ কোন যাত্রী ছিল না।
সংশ্লিষ্টরা জানান, বুধবার বিমানটি নিখোঁজ হয়। সেদিন অবশ্য খাবারোভস্ক শহরের আবহাওয়া ও প্রতিকূল ছিল। রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানান, ‘দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই।
বিধ্বস্ত বিমান অ্যান-২৬ বিমানটি সোভিয়েত ইউনিয়নে ১৯৬৯ থেকে ১৯৮৬ সালের মধ্যে নির্মিত একটি সামরিক বিমান। অবশ্য রাশিয়ার পূর্বাঞ্চলের বিমান দুর্ঘটনা নতুন নয়। গত জুলাই মাসে পেনিসুলায় ২৮ জন বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল।
তথ্যসূত্রঃ ইউরো নিউজ।





