#আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও গোলাগুলি, নিহত ১।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটল হিলের কাছে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে আরো পাঁচ জন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে। এখনও হামলাকারীর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। জানা যায়, ওয়াশিংটন ডিসির আজিজ বেটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে এফ স্ট্রিট এনই’র ১৫০০ ব্লকে গোলাগুলি শুরু হয়। সোমবারই এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেন, গোলাগুলির ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাগুলির কারণ এখনও জানতে পারেনি পুলিশ। গোলাগুলিতে জড়িত অপরাধীরা একে অপরকে আগে থেকেই চিনত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কন্টি বলেন, গুলি চালানোর সময় ওই এলাকায় একটি বড় দল ছিল বলে মনে করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ। কন্টি বলেছেন, আমি এই বিষয়টিতে ক্ষুব্ধ যে বাসিন্দাদের আবারও গোলাগুলির মধ্যে পড়তে হয়েছে। এটি তাদের প্রাপ্য ছিল না। তারা যে এলাকায় বাস করে সেখানে গোলাগুলি হবে, এটা মানা যায় না। আমাদের সম্প্রদায়গুলোতে সহিংসতার জোয়ার রোধ করার জন্য অর্থ বিনিয়োগ করা হয়েছে। তবুও মনে হচ্ছে আমাদের সম্প্রদায়ে এমন মানুষ আছে যারা তাদের মানবতাবোধ হারিয়ে ফেলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *