#আন্তর্জাতিক

মক্কায় দেড় হাজার নারী কর্মী নিয়োগ।

সৌদি আরবের পবিত্র শহর মক্কার মসজিদে নারী হজযাত্রীদের সেবায় দেড় হাজার নারী কর্মী নিয়োগ দেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার দুই পবিত্র মসজিদের বিভিন্ন বিভাগে ওই নারী কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে ৬০০ জনকে নিয়োগ দেয়া হয়েছে কারিগরি বিভাগে। এ ছাড়া জমজমের পানি বিতরণ শাখা, বৈদ্যুতিক গাড়ি চালনা, গাইড করা এবং গোয়েন্দা শাখায় এসব নারীকে নিয়োজিত করা হয়েছে। সৌদির নারীবিষয়ক মন্ত্রণালয়ের উপপ্রধান ড. আল-আনউদ বিনতে খালেদ আল-আবউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সৌদি সরকারের ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *