ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯৬ জনের মৃত্যু।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহতের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এ ঘটনায় শোক জানিয়েছে।
নৌকাটি থেকে জীবিত অবস্থায় উদ্ধার যাত্রীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)।
রবিবার এক টুইটবার্তায় এমএসএফ বলে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাওয়া সময় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। ওই সময় নৌকাটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন এবং তাদের সবাই অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে জীবিত উদ্ধার করা গেছে চারজনকে।
তথ্যসূত্র : আরব নিউজ।





