#আন্তর্জাতিক

ভারতে এক দিনে করোনা রোগী শনাক্ত প্রায় দেড় লাখ।

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে পর্যদুস্ত ভারতে নতুন রোগী আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও সংক্রমণ হ্রাসের ধারা অব্যাহত আছে বলে ধারণা দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে এক লাখ ৩৪ হাজার ১৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ২৮৮৭ জনের।

সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে ১৭ লাখ ১৩ হাজার ৪১৩ জনে দাঁড়িয়েছে জানিয়েছে মন্ত্রণালয়টি বলেছে, “সংক্রমণ হ্রাসের ধারা অব্যাহত আছে।”

এর আগের দিন শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ৩২ হাজার ৭৮৮ জন ছিল। তবে আগের দিন মৃত্যুর সংখ্যা তিন হাজারের ওপরে থাকলেও এদিন মৃত্যুর সংখ্যা কিছুটা কম ছিল।

শনাক্ত নতুন রোগীদের নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯ রোগীর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ভারত দ্বিতীয় স্থানে আছে।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৩৭ হাজার ৯৮৯ জনের।

দেশটির রাজ্যগুলোর মধ্যে শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র, কিন্তু এখন এ রাজ্যটির চেয়ে তামিলনাডু ও কেরালায় প্রতিদিন বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে।

জানুয়ারিতে দেশটিতে টিকাদান কর্মসূচী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২২ কোটিরও বেশি লোককে করোনাভাইরাস টিকার ডোজ দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের মধ্যে উপযুক্ত সবাইকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *