#আন্তর্জাতিক

ভারত ছাড়ার নির্দেশ আমেরিকানদের।

ভারতের ক্রমবর্ধমান করোনা সংকটের কারণে যত দ্রুত সম্ভব নিজেদের নাগরিকদের দেশটি ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের ভারত ভ্রমণ না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছাড়তে বলেছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদিন ১৪টি সরাসরি ফ্লাইট চলাচল করে, এছাড়া ইউরোপ হয়ে আরও কিছু সার্ভিসও আছে। রেকর্ড করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সঙ্গে পাল্লা দিতে ভারতের কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোকে লড়াই করতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত ও ৩৬৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে। আক্রান্তের সংখ্যায় পরপর সাত দিন ধরে বিশ্বরেকর্ড করা ভারতে সম্প্রতি সবচেয়ে দ্রুতগতিতে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *